ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু
ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল সাড়ে ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। গাজীপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হলে আজ সোমবার সকাল সোয়া ১০টা থেকে ফের চলাচল শুরু হয়।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার আরিখোলা এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন গিয়ে বগি দুটি উদ্ধার করলে সাড়ে ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম ও পুবাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরেফিন জানান, সকাল সোয়া ১০টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।