সন্ত্রাস দমনে সহায়তা জোরদার করবে যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত
জঙ্গিবাদ সারা বিশ্বের জন্য হুমকি উল্লেখ করে বাংলাদেশের সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে এত বেশি সংখ্যক মানুষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে সে প্রশ্নও তোলেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গি দমনে পরিচালিত এই অভিযানে কাউকে হয়রানি করা হচ্ছে না।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রায় দেড় ঘণ্টার বৈঠকে আলোচনা হয় জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রশিক্ষণ সহযোগিতা এবং এসংক্রান্ত তথ্য বিনিময় নিয়ে।
বাংলাদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা জোরদার করার বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত বার্নিকাট। জবাবে কামাল জানান, বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানতে চান সাম্প্রতিক পুলিশি অভিযানে কেন এত বেশি মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জঙ্গি দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং রোজা ও ঈদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চলছে বলে জানান তিনি।