রুবেলের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পায়নি পুলিশ
চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি পুলিশ। বিষয়টি উল্লেখ করে আদালতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। আজ সোমবার আদালতের কার্যতালিকায় মামলাটি এলে বিষয়টি সবাই জানতে পারেন। আগামী ১৩ এপ্রিল এ মামলার শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
গত ২৯ মার্চ পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এ প্রতিবেদন আদালতে দাখিল করেন।
পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন, ‘আমি আগেই হ্যাপির মামলার কার্যক্রম পরিচালনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। তবে পুলিশের প্রতিবেদনে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
এর আগে মামলার বিবরণে বলা হয়েছিল, বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১ ডিসেম্বর হ্যাপির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন রুবেল। এ সময় হ্যাপি তাঁকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল। এ ঘটনার পর ওই বছরের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নম্বর ৩৭) নাজনীন আক্তার হ্যাপি বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মামলা করেন। এর পর ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন রুবেল।
পরে গত ৮ জানুয়ারি এ মামলায় রুবেল হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই দিন কারাগারে থাকার পর পুনরায় জেলা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তাঁকে জামিন দেন। পরে ১৫ জানুয়ারি রুবেল মামলার হাজিরা থেকে অব্যাহতি ও বিদেশে বিশ্বকাপ খেলতে যাওয়ার আবেদন করেন। আদালত দুটি আবেদনই মঞ্জুর করেন।
জামিন নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ খেলে আসেন রুবেল। বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ার্টার ফাইনালে উঠতে তাঁর বড় অবদান ছিল।