কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি আইনজীবীরা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পাননি তাঁর আইনজীবীরা। আইনজীবী শিশির মনির এ কথা জানিয়েছেন।
শিশির অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর কোনো ব্যাখ্যা ছাড়াই সরাসরি ‘না’ করে দেওয়া হয়েছে।
আজ সোমবার বেলা ৩টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন শিশির মনির বলেন, ‘আবেদনটি নিষ্পত্তি হওয়ার পর এখন পর্যন্ত রায়ের সংক্ষিপ্ত অথবা পূর্ণাঙ্গ কপি আমরা হাতে পাইনি। জেল কর্তৃপক্ষের কাছেও এটি পৌঁছেনি। রায়ের কপি কামারুজ্জামান সরাসরি হাতে না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না। জেল কোড অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একজন আসামির তাঁর বিরুদ্ধে কী রায় দেওয়া হয়েছে, তা পড়ে দেখার অধিকার রয়েছে। এবং সেই আদেশ পড়ার পর তিনি প্রাণভিক্ষা চাইবেন কি চাইবেন না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তার আগ পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না।’
শিশির মনির আরো বলেন, “আমরা কারা কর্তৃপক্ষকে বলেছি, আমরা তাঁর সাথে সাক্ষাৎ করতে চাই দণ্ডের বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেন, সেটি জানার জন্য। কিন্তু জেল কর্তৃপক্ষ মোবাইল ফোনেই আমাদের জানিয়েছেন, ‘আপনাদের দেখা করার সুযোগ দেওয়া হবে না।’ পরে আমরা সরাসরি কারাগারে গিয়ে কথা বলার পরও আমাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি।”