চট্টগ্রাম সিটি : বাতিল হওয়া প্রার্থীদের শুনানি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের ওপর শুনানি চলছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম আদালত ভবনে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম শুরু হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা গতকাল রোববার ও আজ আইনজীবীসহ উপস্থিত হয়ে প্রার্থিতা বহালের আবেদন জানিয়েছেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ শুনানির পরপরই চূড়ান্ত রায় জানিয়ে দেন আবেদনকারীদের।
এবারের নির্বাচনে মেয়র পদে ১৩ জন এবং সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ৩৭২ জন প্রার্থী। এঁদের মধ্যে আবেদনপত্র বাতিল হয় ৪২ জনের। বাতিল হওয়া আবেদনকারীদের মধ্যে মেয়র পদে একজনসহ ২৯ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা বহালের আবেদন জানিয়েছেন।
গতকাল ১৫টি আবেদনের ওপর শুনানি শেষে চারজনের প্রার্থিতা বহাল রাখেন বিভাগীয় কমিশনার। বাকি ১৪টি আবেদনের ওপর শুনানি চলছে। শেষ হচ্ছে বিকেল ৫টায়।
আগামী ৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে নির্বাচনে অংশগ্রহণকারীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ এপ্রিল। ২৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।