হাইকোর্টে বিচারাধীন মামলা প্রায় ৪ লাখ : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, হাইকোর্ট বিভাগে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা তিন লাখ ৯৯ হাজার ৩০৩টি।
আইনমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রী বলেন, ২০১৬ সালে ৩১ মার্চ পর্যন্ত হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানী মামলা ৮৭ হাজার ৯৬৪টি, ফৌজদারি মামলা দুই লাখ ৪১ হাজার ১৫টি, রিট মামলা ৬৩ হাজার ২৫০টি এবং আদিম মামলা সাত হাজার ৭৪টি।
সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মামলা জট হ্রাসের লক্ষ্যে শূন্য পদে বিচারক নিয়োগ, পদ সৃজন, পদোন্নতি ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া দেওয়ানি কার্যবিধি সংশোধন করে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বিচারিক ব্যবস্থা দ্রুত ও সহজীকরণে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যক্রম গ্রহণ করেছে।