মিতু হত্যায় আরো দুই-একজন ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো দুই-একজন ধরা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘যারা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের, সন্দেহভাজন আমরা চিহ্নিত করেছি এবং দুই-একজনকে আমরা ধরে ফেলেছি। আরো দুই-একজন ভবিষ্যতে ধরা পড়বে বলে আমরা সুনিশ্চিত।
যাদের ধরেছি তাদের সঙ্গে বাবুল আক্তারকে কথা বলিয়ে দেওয়া হয়েছে।’
এসপি বাবুলকে ডিবি কার্যালয়ে নেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের সঙ্গে কথা বলিয়ে দিতে তাঁকে (বাবুল) ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।’
গত ৫ জুন মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে প্রথমে ছুরিকাঘাত ও পরে মাথায় গুলি করে হত্যা করে। সেদিন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের বাসা থেকে ঠিক ৫০ গজ দূরে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর বিভিন্ন পর্যায়ে তদন্তে নামে পুলিশ। ঘটনার দুই সপ্তাহ পর মোটরসাইকেল আরোহী দুজনকে আটক করা হয়।
গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বনশ্রীর শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ। এরপর শনিবার বিকেলে তাঁকে বাসায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা।