সরে দাঁড়ালেন সালাম ববি কবরী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিএনপির নেতা মোহাম্মদ আবদুস সালাম প্রার্থিতা প্রত্যাহার করেছেন। উত্তরে ববি হাজ্জাজ ও সারাহ বেগম কবরী প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই তিন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণের মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ রিয়াজউদ্দিন, কাজী আবুল বাশার ও মো. ইমতিয়াজ আলম এবং উত্তরে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন মোস্তফা কামাল আজাদী।
এর মধ্যে ঢাকা দক্ষিণে মেয়র পদে বিএনপি নেতা আবদুস সালাম সংগঠনটির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের সমর্থনে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
বিএনপি নেতা আবদুস সালাম ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসের সমর্থনে মাঠ থেকে সরে দাঁড়ালেও একই নির্বাচনী এলাকায় প্রার্থী রয়েছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান রিপন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী উত্তরে মনোনয়নপত্র সংগ্রহ করলেও কয়েকদিন পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই নির্বাচনী এলাকায় জাপার সমর্থন পেয়েছেন বাহাউদ্দিন আহমেদ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দলের চেয়ারম্যান ববি হাজ্জাজকে উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করেন। ববি হাজ্জাজ আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে এবং আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জামাতা।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, উত্তরে তিন মেয়র প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে মেয়র পদে এখন ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া বৃহস্পতিবার উত্তরে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ১৮২ জন এবং ৩৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে সর্বশেষ ওই নির্বাচনী এলাকায় এখন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া দক্ষিণে চার মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের পর সেখানে এ পদে এখন লড়ছেন ২০ জন।
অপরদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে চূড়ান্ত প্রার্থী রয়েছেন মেয়র পদে ১২ জন, ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২১৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১ জন।
গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। আজ বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করলেও মামলার কারণে তিনি আত্মগোপনে রয়েছেন। মির্জা আব্বাসের পক্ষে গতকাল বুধবার থেকে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন।
আফরোজা আব্বাস এ সময় সাংবাদিকদের বলেন, ‘আদালতে জামিনের আবেদন করা হয়েছে। জামিন পেলে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন। যারা কাজ করবে, তাদের বিরুদ্ধেও সরকার মামলা করবে। তাদেরও ধরে নিয়ে যাবে। তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব।’
- ঢাকা উত্তরের মেয়র প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
- চট্টগ্রামের মেয়র প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন