নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষকে হাইকোর্টে তলব
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এক ওয়ার্ড কমিশনারের প্রার্থিতা বাতিল করায় তার কারণ দর্শাতে নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে তলব করেছেন হাইকোর্ট। একই সাথে কমিশনার পদপ্রার্থীর আবেদন বাতিল করা কেন অবৈধ হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
রুলে নির্বাচন কমিশনার, ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা, আপিল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আগামী রোববার আদালতে উপস্থিত হয়ে তাঁদের এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ১৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের প্রার্থী সুমাইয়া বেগম তাঁর হলফনামায় সই না করায় গত ১ এপ্রিল নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে তিনি ঢাকা সিটি করপোরেশন আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করলে সেখানেও তাঁর আবেদন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
গত ৪ এপ্রিল নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ সুমাইয়া বেগমের প্রার্থিতা খারিজ করে দিলে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। আদালত শুনানি শেষে তাঁর আবেদনটি কেন গ্রহণ করা হলো না, তার কারণ দর্শাতে জিল্লার রহমানকে আদালতে তলব করেন।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার ড. মো. শাহজাহান এনটিভি অনলাইনকে বলেন, ‘আপিল কর্তৃপক্ষ এটিকে ছোটখাটো ভুল হিসেবে গণ্য করে অন্যান্য কমিশনার পদপ্রার্থীদের নির্বাচনের অনুমতি দিয়েছিল। কিন্তু শুধু সুমাইয়া বেগমের ক্ষেত্রে তা নাকচ করে দেন। এ কারণে আমরা হাইকোর্টে বিষয়টি উপস্থাপনের পর আদালত অন্যদের সুযোগ দেওয়া হয়েছে অথচ সুমাইয়াকে কেন সুযোগ দেওয়া হয়নি, সে বিষয়টি জানতেই এই আদেশ দেন।’