নজরদারিতে নেই বাবুল আক্তার : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে নেই।
আজ মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা হত্যা করেছেন, তাঁদের সামনে মুখোমুখি করা হয়েছিল যে, এদেরকে চিনে কি না কিংবা হত্যার রহস্যটা কী, এটা উদঘাটন করার জন্যই এ সমস্ত কথাবার্তাগুলো আসছিল।’
‘বাবুল আক্তারকে এখানে দায়ী করা কিংবা বাবুল আক্তার এখানে জড়িত, এ ধরনের প্রসঙ্গ এখনো আসেনি।’
বাবুল আক্তার নজরদারিতে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নো। আমাদের নজরদারিতে আছে বলে আমরা কখনো বলি নাই।’
এদিকে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় চট্টগ্রামের পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের চাক্তাইয়ের রাজাখালী এলাকা থেকে দুটি অস্ত্রসহ ভোলা ও মনির নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভোলা স্বীকার করেছেন, মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রটি তিনিই সরবরাহ করেন। তাঁর দেখানো মতে, মনিরের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত এ দুজনের কাছ থেকে মিতু হত্যায় আরো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের আশা করছে পুলিশ।
এর আগে গ্রেপ্তার আনোয়ার ও ওয়াসিম ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিলেও মিতু হত্যার নির্দেশদাতা কে, এখনো তা পরিষ্কার হয়নি।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে সংঘবদ্ধ চক্র মিতুকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেন।