মোদির হস্তক্ষেপ কামনার খবর সত্য নয়
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত দাবি করেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তায় নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করে তাঁর বরাত দিয়ে যে সংবাদ বেরিয়েছে, তা সত্য নয়।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত এ দাবি করেন। এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন রানা দাশগুপ্ত।
এ সময় ঐক্য পরিষদের নেতারা বলেন, যারা চায় না বাংলাদেশে সংখ্যালঘুদের সমমর্যাদা প্রতিষ্ঠিত হোক, তারাই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের সংকট থেকে উত্তরণ এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাত দফা দাবিতে গত বছরের ৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পর থেকে আওয়ামী ওলামা লীগ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করার দাবি তুলে আসছে।
সম্প্রতি ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছেন রানা দাশগুপ্ত।