বারবার দুর্ঘটনা ঘটলেও সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ : খালেদা জিয়া
বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটলেও সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২৫ বাসযাত্রীর প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে বিএনপির চেয়ারপরসন এ অভিযোগ করেন। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘ফরিদপুর জেলার ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, শোকাহত ও উদ্বিগ্ন।’
‘বারবার সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটলেও তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ না থাকার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। নদ-নদীর পাশাপাশি সড়কগুলোতে একের পর এক দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতিতেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।’
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করেন।
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের কৈডুবী নামক জায়গায় বুধবার দিবাগত রাত ১টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।