এমআরপি দিতে সক্ষমতা বাড়ানোর তাগিদ
নির্ধারিত সময়ে প্রবাসীদের হাতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) পৌঁছে দিতে মন্ত্রণালয়, দূতাবাসসহ বাইরের যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে সবার সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে এ-সংক্রান্ত উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এমন তাগিদ দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আমরা একটা লক্ষ্য নির্ধারণ করে এগোচ্ছি। আমাদের অন্তত ৯০-৯৫ ভাগ লোক যারা পাসপোর্ট পায়নি, তাদের হাতে পাসপোর্ট পৌঁছে যাবে। পর্যবেক্ষণ করে দেখা গেছে, আমাদের আরো সক্ষমতা বাড়াতে হবে। মন্ত্রণালয়ে যেমন সক্ষমতা বাড়াতে হবে, অ্যাম্বাসিগুলোকেও তেমনি নিজ উদ্যোগে সক্ষমতা বাড়াতে হবে। এ ছাড়া আমরা যাদের আউটসোর্সিং করেছি, তাদের সক্ষমতা ব্যাপক হারে বাড়াতে হবে।’
এ ছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থার বেঁধে দেওয়া সময় অর্থাৎ নভেম্বরের মধ্যে দেশের বাইরে থাকা প্রায় ৯০ লাখ প্রবাসীর সবার হাতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট না থাকলে তাদের সমস্যা হতে পারে বলেও মনে করেন তিনি। এর মধ্যে প্রায় ৬০ লাখ প্রবাসী এমআরপি পেয়েছেন বলেও দাবি মন্ত্রীর।
দেশের বাইরের প্রতিষ্ঠান ‘আইরিশ’ কাজের গতি না বাড়ালে নতুন প্রতিষ্ঠানকে এ কাজে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।