চট্টগ্রামে মনজুর পেলেন কমলালেবু, নাছির হাতি
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দীন হাতি ও বিএনপি সমর্থিত মোহাম্মদ মনজুর আলম কমলালেবু প্রতীক পেয়েছেন। জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মো. সোলায়মান আলম শেঠ পেয়েছেন ডিশ অ্যান্টেনা প্রতীক।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। শুরুতে মেয়র প্রার্থীদের প্রতীক দেওয়া হয়।
কমলালেবু প্রতীকটি মনজুর আলম ছাড়াও মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ দাবি করেন। রিটার্নিং কর্মকর্তা দুজনকে দুই মিনিটের মধ্যে সমঝোতা করতে বলেন। আবুল কালাম আজাদ সরে এলে প্রতীকটি পেয়ে যান মনজুর আলম।
এর পর হাতি প্রতীকটি দাবি করেন আ জ ম নাছির উদ্দীন, সোলায়মান শেঠ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আরিফ মইনুদ্দীন ও মো. আলাউদ্দিন চৌধুরী নামের একজন মেয়র প্রার্থী। প্রার্থী চারজন হওয়ায় রিটার্নিং কর্মকর্তা লটারির আয়োজন করেন। এতে জয়ী হয়ে হাতি প্রতীক পেয়ে যান আ জ ম নাছির উদ্দীন।
এ ছাড়া মেয়র প্রার্থীদের মধ্যে সৈয়দ সাজ্জাদ জোহা ক্রিকেট ব্যাট ও মো. ওয়ায়েজ হোসেন ভুইয়া টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের ভোট নেওয়া হবে।
এদিকে, প্রতীক বরাদ্দ পাওয়ার পর সন্তোষ প্রকাশ করেন আ জ ম নাছির উদ্দীনসহ অন্য প্রার্থীরা।
নাছির সাংবাদিকদের বলেন, ‘আমার আম্মার কাছে জানতে চেয়েছিলাম, কোন প্রতীকটা নেব। তিনি আমাকে হাতি প্রতীক নিতে বলেছিলেন। আমার আম্মার কথাটা আমি রক্ষা করতে পেরেছি, এতে আমি খুব খুশি।’
মোহাম্মদ মনজুর আলমের পক্ষে প্রতিনিধি হিসেবে প্রতীক নিতে আসেন তাঁর ছেলে মো. সরওয়ার আলম। প্রতিক্রিয়ায় সরওয়ার বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম। আমরা কমলালেবু প্রতীক চেয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে কমলালেবু প্রতীক পেয়েছি।’
জাতীয় পার্টির মো. সোলায়মান আলম শেঠ প্রতীক বরাদ্দের কপি দেখিয়ে বলেন, ‘আমার প্রতীকটা হলো ডিশ অ্যান্টেনা। সারা দুনিয়া দেখবে, সারা বিশ্ব দেখবে। সারা বাংলাদেশের মানুষ দেখবে, ডেইলি বাসায় সবাই ডিশ অ্যান্টেনা দেখে। আশা করি, আমাকে সবাই মনে রাখবে।’