মিতু হত্যার ঘটনায় আরো দুজন গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সাইদুল ইসলাম শিকদার ওরফে সাইদুল ও শাহজাহান।
মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে সাইদুল ও শাহজাহানকে আটক করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
কামরুজ্জামান জানান, মিতু হত্যার ঘটনায় এর আগে গ্রেপ্তার ব্যক্তিরা ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সাইদুল ও শাহজাহানের নাম বলেছিলেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, শাহজাহান মিতু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আর সাইদুল মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহ করেছিলেন। তিনি আরো জানান, সাইদুল ও শাহজাহানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।