সিরাজগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের সলঙ্গায় হাসান (১৯) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সলঙ্গা থানাধীন আমসারা পশ্চিমপাড়ার সরোয়ার হোসেনের ছেলে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন তুহিন জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত নিজ বাড়িতেই ছিলেন হাসান। এরপর তিনি কখন কীভাবে বাড়ি থেকে বের হয়েছেন তা স্বজনরা তা জানেন না। সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে হাসানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়।
এসআই জানান, হাসানের বুকে চার-পাঁচটি স্থানে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পরিবারের লোকজন হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। লাশ উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।