দেশি-বিদেশি একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত : প্রধানমন্ত্রী
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের রেস্টুরেন্টে জিম্মি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এরা ধর্মের নামে কোমলমতি যুবক-কিশোরদের বিভ্রান্ত করে বিপথে পরিচালিত করছে। কিন্তু তাদের সেই অপচেষ্টা বাস্তবায়িত হবে না।
এ রক্তাক্ত ঘটনার পরিসমাপ্তির পর আজ শনিবার রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন।
দেশের সরকারি, বেসরকারি টেলিভিশন চ্যানেল এ বক্তব্য প্রচার করে।
প্রধানমন্ত্রী এ ঘটনার গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে গুলশানের ঘটনায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল ও একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি-বিদেশি একটি চক্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অস্ত্রের মুখে নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে এরা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়। গণতন্ত্রের পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’
‘পবিত্র রামজান মাসে ধর্মপ্রাণ মুসলমানেরা যখন এশাহ্ ও তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এই হামলা ধর্ম ও মানবিকতাকে অবমাননা করেছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘কোমলমতি যুবক-কিশোরদের ধর্মের নামে বিভ্রান্ত করে এরা বিপথে ঢেলে দিচ্ছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করছে।’
‘বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ষড়যন্ত্রকারীদের কৌশল বাস্তবায়িত হতে দেবে না’ যোগ করেন প্রধানমন্ত্রী।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর সেকশনের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় সন্ত্রাসীরা। সেখানে তারা দেশি-বিদেশিদের জিম্মি করে রাখে। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে রাতেই নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন এবং গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রবিউল ইসলাম। এ ছাড়া এ সময় আহত হয় অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা।
আজ সকালে জিম্মিদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান শেষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী জানান, গুলশানের হলি আর্টিজান থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের সবাইকে গতকাল শুক্রবারই রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়।