জঙ্গিবাদের শেকড় খোঁজার ঘোষণা প্রধানমন্ত্রীর
জঙ্গিবাদ-সন্ত্রাসের শেকড় (রুট) খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ ঘোষণা দেন।
গুলশানের জঙ্গি হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে তার সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এ সময় জাপানের প্রতিমন্ত্রী দ্রুত ঘটনা নিয়ন্ত্রণে আসায় শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানান। কিহারা বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশের পাশে থাকবে জাপান। বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে ঢাকার গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর প্রায় ১০ ঘণ্টা পর সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় দুই কর্মকর্তা নিহত হন। শনিবার সকালে রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে যৌথ বাহিনী। এরপর সেখান থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ইতালীয় নয়জন, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি, ভারতীয় একজন রয়েছেন। বাকি ছয়জন হামলাকারী বলে জানিয়েছে সেনাবাহিনী।