কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতা নিহত
কক্সবাজারের মহেশখালীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল গফুর ওরফে নাগু প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ছয়জন।
গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে সোনাদিয়া পূর্বপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
সোনাদিয়া দ্বীপের ডাকাতি, জলদস্যুতার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাগু মেম্বার খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, গতকাল রাতে সোনাদিয়া পূর্বপাড়া মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হওয়ার পর নাগুর ভাতিজা বোতল বাহিনীর প্রধান সরওয়ার হোসেনের নেতৃত্বে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। নাগু মেম্বারের সঙ্গে থাকা লোকজনও প্রতিপক্ষকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এ সময় বোতল বাহিনীর গুলিতে নাগু মেম্বার মাটিতে পড়ে গেলে ধারালো কিরিচ দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ওসি আরো জানান, নাগু কুতুবজোম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের পরপর চারবার নির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে মানবপাচার, ডাকাতি, জলদস্যুতাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে।
গুরুতর আহত অবস্থায় নাগু মেম্বারকে হাসপাতালে নেওয়ার খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিকসহ অন্য আওয়ামী লীগ নেতারা সেখানে ছুটে যান।