ইশতেহারে ‘নগর বন্ধু’ হওয়ার অঙ্গীকার আনিসুল হকের
‘পরিচ্ছন্ন, সবুজ, আলোকিত, মানবিক ঢাকা, এবার সমাধান যাত্রা’ শিরোনামে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনিসুল হক। ইশতেহারজুড়ে ঢাকা মহানগরীর সমস্যা ও তার সমাধান নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর খিলক্ষেতে নিজের নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন আনিসুল হক। এ সময় তাঁর সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি ও কয়েকজন সরকারদলীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
মেয়রের আইনি কর্তৃত্বের অভাবের কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, সরকারের যে ৫৬টি সংস্থার ওপর নির্ভর করে মেয়রকে কাজ করতে হয়, তিনি তার সমন্বয় সাধন করবেন।
নগর পিতা নন, নাগরিকদের বন্ধু হতে চান বলে ইশতেহারে ঘোষণা করেন আনিসুল হক। দুর্নীতির সঙ্গে তাঁর চিরকালের শত্রুতা দাবি করে তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে নগরভবনকে পেশিশক্তি, মাস্তানি ও অনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখবেন।
‘সকলের জন্য মানবিক ঢাকা’ নির্মাণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন আনিসুল হক।