গুলশান হামলায় নিহতদের স্মরণে মোংলায় শোকসভা
রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে সন্ত্রাসীদের হামলায় নিহতদের স্মরণে মোংলায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় ক্রীড়া পরিষদের আয়োজনে ইসলামী আদর্শ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন ক্রীড়া পরিষদের আহ্বায়ক শেখ কামরুজ্জামান জসিম।
শোকসভার শুরুতেই গুলশান ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, ক্রীড়া পরিষদের যুগ্ম আহ্বায়ক সরদার আবদুল হান্নান, সাবেক ছাত্রলীগ নেতা মো. ইকবাল হোসেন, পরিষদের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা মো. আল মামুন এবং সদস্য সচিব এম আর রানা।
বক্তারা বলেন, যারা ধর্মের নামে মানুষ খুন করে, তাদের কোনো ধর্মেই স্থান নেই। গুলশানে বিদেশি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের বিরুদ্ধে সবাইকে আরো সজাগ হতে আহ্বান জানান তাঁরা।
শোকসভা শেষে ক্রীড়া পরিষদের পক্ষ থেকে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।