শোলাকিয়ায় নিহত ‘জঙ্গি’ নর্থ সাউথ ইউনিভার্সিটির
কিশোরগঞ্জের শোলাকিয়ায় সর্ব বৃহৎ ঈদ জামাতের কাছে হামলার ঘটনার সময় ‘জঙ্গির’ নাম জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এনটিভি অনলাইনকে বলেন, ‘নিহত ওই জঙ্গির নাম আবির রহমান। তিনি নর্থ সাউথ ইউনির্ভাসিটির বিবিএর ছাত্র ছিলেন বলে আমরা জানতে পেরেছি।’
নিহত ওই ‘জঙ্গির’ ব্যাপারে আর কোনোকিছু জানাতে চাননি পুলিশ সুপার।
তবে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবির কুমিল্লার দেবিদ্বার উপজেলার ত্রিবিদ্যা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাঁর পরিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৪ নম্বর রোডের ব্লক ডি-৫১/১ নম্বর বাসায় বসবাস করে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) থেকে ‘এ’ লেভেল পাস করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আবির।
গতকাল বৃহস্পতিবার শোলাকিয়ার ঈদগাহের অদূরে পুলিশের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দুই পুলিশ সদস্য, স্থানীয় এক হিন্দু গৃহবধূ এবং সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রও।