মিতু হত্যা : ভোলা ও মনির রিমান্ডে
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই ব্যক্তির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদেরের আদালত আজ রোববার বাকলিয়া থানায় অস্ত্র আইনে আটক ওই দুই ব্যক্তির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর করা ব্যক্তিরা হলেন এহতেশামুল হক ভোলা (৪৫) এবং তাঁর কর্মচারী মনির হোসেন (৩০)।
আদালতের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস আজ এ তথ্য জানিয়েছে। পুলিশ এ দুই আটক ব্যক্তিকে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।
মিতু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত ২৭ জুন নগরীর রাজাখালী এলাকা থেকে ভোলা ও মনিরকে আটক করে বাকলিয়া থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল ও বুলেট উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
গত ০৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ের কাছে সন্ত্রাসী হামলায় খুন হন মাহমুদা খানম মিতু।