চট্টগ্রামে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা সেল গঠন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গসহ সন্ত্রাস-সহিংসতা রোধে গঠন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত ওই সেলের প্রথম সভা হয় আজ সোমবার।
চট্টগ্রামের জুবিলি রোডে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বাতেন। প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয়ের কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় এখন থেকে সমগ্র নির্বাচনী এলাকায় কড়া নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সভার সভাপতি বলেন, এরই মধ্যে বিচ্ছিন্ন দু-একটি সহিংস ঘটনার অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রার্থী বা তাঁর পক্ষে যেকোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।