বিএনপি জঙ্গিদের রক্ষার জন্য কমিটি করতে চায় : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত জঙ্গিদের লালন-পালন করে। ফলে তারা জঙ্গি দমনের নামে জঙ্গিদের লালন-পালনের জন্যই কমিটি করে মাঠে নামতে চায়। কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হবে না।
আজ শনিবার ঝিনাইদহে সার্কিট হাউজে এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হানিফ এসব কথা বলেন। এর আগে তিনি ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
সাক্ষাৎকারে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বিএনপি জঙ্গিবিরোধী কমিটি গঠন করার কথা বলেছে। তাহলে জঙ্গি লালন-পালন করে কারা? বাংলাদেশের মানুষ জানে, বিএনপি-জামায়াত এদের নেতৃত্বে যত সন্ত্রাসী-নাশকতার ঘটনা ঘটে থাকে। বাংলাদেশে যদি জঙ্গি থাকে তাহলে সেটা বিএনপি-জামায়াতের ভিতরেই আছে। তারা কমিটি গঠন করবেন কি জঙ্গি দম করার জন্য, নাকি জঙ্গি লালন-পালন করার জন্য? সেটা আমার মনে হয়, খোঁজ নিয়ে জানতে পারেন।’
‘আমাদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থনীতিকে সবল করার জন্য জাতীয় ঐক্যের কথা বলেছেন। যে যে অবস্থানে আছে সেখান থেকেই কিন্তু সরকারকে সহযোগিতা করতে পারে। জঙ্গি দমন করতে কেউ যদি সরকারকে সহায়তা করতে চান, করতেই পারেন। বিএনপি যদি এ ব্যাপারে আন্তরিক হয়, তারা তাদের অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতেই পারে। তারা তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে পারে। তারা এত দিন যেসব জঙ্গিদের লালন-পালন করেছন তাদের নাম-ঠিকানা দিয়ে সহযোগিতা করতে পারে। তাহলেই তো জঙ্গি দমন সহজ হয়ে যায়।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘বিএনপির জঙ্গি দমনের নামে কমিটি গঠন করা বা তারা যে কর্মসূচি নিচ্ছে, দেশবাসীর সঙ্গে আমরাও এটা বিশ্বাস করি, জঙ্গি-সন্ত্রাসীদের রক্ষা করার জন্য তারা মাঠে নামতে চায়। অতএব তাদের এই কর্মসূচিতে সমর্থন দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে বর্তমানে সন্ত্রাসীদের রক্ষা করার জন্য কাউকে মাঠে নামতে দেওয়ার সুযোগও নেই।’
জঙ্গি দমনে সরকারের নানা পদক্ষেপ আছে বলে উল্লেখ করেন হানিফ।
এর আগে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সভায় হানিফ বলেন, আইএসের সঙ্গে বিএনপি-জামায়াত নেতারা হাত মিলিয়েছে। ইহুদিবাদের চক্রান্তে দেশে জঙ্গি হামলার ঘটনা ঘটানো হচ্ছে।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালকুদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, আনারুল আজীম এমপি, তাহজীব আলম সিদ্দিকী এমপি, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রমুখ।
কর্মশালা শেষে দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।