তুরস্কে বাংলাদেশিরা নিরাপদে
তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টা ও বহু হতাহতের ঘটনায় সে দেশে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বাংলাদেশি নাগরিকদের চলাচল সীমিত করা এবং জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।
আজ শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভ্রমণ-নির্দেশিকায় এ কথা বলা হয় বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘তুরস্কের বর্তমান পরিস্থিতিতে যত দূর জানা যায়, বিশেষত ১৫ জুলাই থেকে, তার ভিত্তিতে সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের চলাচল সীমিত এবং জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’
এতে আরো বলা হয়, ‘প্রাপ্ত সংবাদ অনুসারে তুরস্কে অবস্থানরত সব বাংলাদেশি নিরাপদে রয়েছেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের যেকোনো সহায়তা বা সহযোগিতার জন্য রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস অথবা ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বরগুলো হচ্ছে +৯০৫৩০৭৬৩৫৯১১, +৯০৫৩১৬৮০১১৯০, +৯০৫০৬৩৬৪৩১৭৩.
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থান চেষ্টা শুরু হয়। কিন্তু সেনাবাহিনীর একাংশের এই অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বানে রাস্তায় নেমে অভ্যুত্থান চেষ্টাকারী সেনাদের রুখে দিয়েছেন তাঁর সমর্থকরা। আঙ্কারা, ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে আত্মসমর্পণ করছেন অভ্যুত্থানে জড়িত সেনারা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভ্যুত্থানচেষ্টার ঘটনায় দুই শতাধিক নিহত এবং দেড় হাজার জন আহত হয়েছেন। আর অভ্যুত্থানে জড়িত সন্দেহে আটক হয়েছেন দুই হাজারের বেশি। যাঁদের বেশির ভাগই সেনা সদস্য।