নর্থ সাউথের অধ্যাপকসহ চারজনকে রিমান্ডে চায় পুলিশ
রাজধানীর গুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া ও তথ্য গোপন রাখার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াসউদ্দিন আহসানসহ চারজনকে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।
চারজন হলেন—বাসার মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গিয়াসউদ্দিন আহসান, তাঁর ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মো. মাহবুবুর রহমান তুহিন এবং নুরুল ইসলাম নামের এক বাড়িওয়ালা।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামি চারজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক হুমায়ুন কবির। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে বিকেল ৩টায় এ শুনানি হওয়ার কথা রয়েছে।
গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার এক বাসা থেকে বালুভর্তি কার্টন ও হামলাকারীদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। গোয়েন্দাদের ধারণা, গুলশানের রেস্তোরাঁয় হামলাকারীরা ওই ফ্ল্যাটেই অবস্থান করেছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর রোড, ব্লক-ই, টেনামেন্ট-৩, ফ্ল্যাট এ/৬-এ জড়িত জঙ্গিরা একত্র হয়েছিল। জঙ্গিদের অন্য সহযোগীরা এই ফ্ল্যাট গত ১৬ মে ভাড়া নিয়েছিল। গুলশানে সন্ত্রাসীর হামলার পর সহযোগীরা দ্রুত বাসা থেকে পালিয়ে যায়। ওই বাড়ির মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াসউদ্দিন আহসান। তিনি বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া থেকে বিরত থাকেন।
গুলশানে হামলায় জড়িত জঙ্গিদের আরেকটি আস্তানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার ওই বাসার মালিক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। বাসাটি থেকে হাতে তৈরি একটি গ্রেনেড, কালো পোশাক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করেছে পুলিশ। হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার আগে সন্ত্রাসীরা ওই বাসায় অবস্থান করেছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।