মিতু হত্যা : তিন আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহামুদা খানম মিতু হত্যার মামলায় তিন আসামির তিনদিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিন আসামি হলেন সাইদুল ইসলাম, এহতেশামুর হক ভোলা ও মো. শাহজাহান।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, তিন আসামির ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আসামিপক্ষের করা রিমান্ড বাতিলের আবেদন ও জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। পরে আসামিদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মিতু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নগরীর বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করে পুলিশ।
গত ৫ জুন মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে প্রথমে ছুরিকাঘাত এবং পরে মাথায় গুলি করে হত্যা করে। সেদিন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের বাসা থেকে ঠিক ৫০ গজ দূরে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশের দায়িত্বে ছিলেন বাবুল আক্তার। সম্প্রতি এসপি পদে পদোন্নতি পেয়ে তিনি ঢাকায় পুলিশ সদর দপ্তরে আসেন। ঢাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।
বাবুল ও মিতু দম্পতির সাত বছর বয়সী এক ছেলে এবং চার বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।