আখাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তাঁর নাম সাইফুল ইসলাম।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটায় উপজেলার টান মান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সড়কে ব্যারিকেড দিয়ে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা করে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা জবাব দেয়। এ সময় ডাকাত দলের সদস্য সাইফুল নিহত হন। তাঁর বাড়ি উপজেলার জাঙ্গাইল গ্রামে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার এনটিভি অনলাইনকে জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সাইফুলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের সময় আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।
গত শনিবারও কসবায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন।