কাজের স্বার্থে দ্বারে দ্বারে গিয়েছি : মনজুর
চট্টগ্রাম সিটি করপোরেশনে দায়িত্ব পালনের সময় কাজের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে প্রতিটি ওয়ার্ডের দ্বারে দ্বারে গিয়ে মানুষের অসুবিধাগুলো জেনে কাজ করার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেছেন সাবেক মেয়র এম মনজুর আলম। কাজের এ ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও বন্দরবাসীকে তাঁর পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত এই মেয়র পদপ্রার্থী।
আজ মঙ্গলবার বাংলা নববর্ষের শুরুতে মনজুর আলম নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে নগরীর চৌমুহনী ও আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন তাঁর বিরুদ্ধে ‘জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতা’র যে অভিযোগ এনেছেন তারও জবাব দেন মনজুর। প্রচারকালে তাঁর সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও সাবেক সিটি মেয়র মীর মো. নাছিরউদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় মনজুর আলম বিগত সিটি করপোরেশন নির্বাচনের আগে বন্দরবাসীকে দেওয়া ৫৬টি নির্বাচনী ইশতেহারের অধিকাংশ বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘পাঁচ বছরের কাছাকাছি সময় আমরা সিটি করপোরেশন পরিচালনা করেছি। এখানে কোনো দলীয়করণ করা হয়নি। দল-মতের ঊর্ধ্বে থেকে ৫৫ জন কাউন্সিলর নিয়ে আমরা কাজ করেছি। কোথাও আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল না।’
‘আমরা সবার কাছে সহযোগিতা পেয়েছি। বিগত সিটি নির্বাচনে আমরা ৫৬টি ইশতেহার দিয়েছিলাম। এর মধ্যে অনেকগুলো আমরা পূরণ করেছি। অনেকগুলো চলমান রয়েছে। কিছুটা কাজ অবশিষ্ট রয়েছে। তার সঙ্গে সম্পৃক্ত করতে চাইছি, যেহেতু আমরা পাঁচ বছর কাজ করেছি।’ যোগ করেন মনজুর।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আরো বলেন, ‘৪১টি ওয়ার্ডে ডোর টু ডোর গিয়েছি কাজের স্বার্থে। বাস্তবমুখী একটি কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা কিছুদিনের মধ্যে আপনাদের মাধ্যমে নগরবাসীকে অবহিত করব।’