প্রধানমন্ত্রীর বক্তব্য ঐক্যের নয়, বিভক্তির : নোমান
সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিএনপিসহ সমাজের বিভিন্ন মহল থেকে ওঠা জাতীয় ঐক্যের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা ‘ঐক্য নয়, বরং দেশকে বিভক্ত’ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় নোমান এ আহ্বান জানান। এ সময় তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আবারো সরকারের উদ্যোগে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে জাতীয় ঐক্যের কথা বলেছেন, এটা জাতীয় ঐক্য নয়, বরং জাতীকে বিভক্ত করার কথা। জাতীকে বিভক্ত করার মধ্য দিয়ে আমাদের দলীয় সংকীর্ণতার কারণে আমরা দেশকে ধ্বংস করতে পারব না। আমরা জাতীয় ঐব্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশকে রক্ষা করব।’
গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালায়। হামলা প্রতিরোধ করতে গিয়ে প্রথম পদক্ষেপেই নিহত হন পুলিশের দুই কর্মকর্তা এবং আহত হন অর্ধশতাধিক।
জঙ্গিরা রেস্তোরাঁয় থাকা ২০ দেশি-বিদেশি নাগরিককে হত্যা করে। এদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানের, দুজন বাংলাদেশি এবং একজন মার্কিন নাগরিক। পরের দিন কমান্ডো অভিযানের সময় ছয় হামলাকারী নিহত হয়। এ ঘটনার দায় মধ্যপ্রাচ্যের তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্ট।
এ ঘটনার এক সপ্তাহের মাথায় ঈদের দিন দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠের অদূরে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ সময় দুই পুলিশ সদস্য ও এক নারী নিহত হন। এ সময় এক জঙ্গিও নিহত হয়।
এর পরই বিএনপি পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়, জামায়াতকে সঙ্গে রেখে বিএনপির এই জাতীয় ঐক্যের আহ্বান তামাশা মাত্র।
এরই মধ্যে গত রোববার প্রধানমন্ত্রী গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এরই মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। যারা ‘সর্প হইয়া দংশন করে আর ওঝা হয়ে ঝাড়ে’ তাদের কথা আলাদা।”
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আবারো জাতীয় ঐক্যের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ‘দেশবাসী মনে করে সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা। এটা কোনো একটি দল বা সরকারের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। জঙ্গি মোকাবিলায় জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারলে বহির্বিশ্বের কোনো সহযোগিতার প্রয়োজন হবে না। জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের ব্যাপারে সরকারের বক্তব্য স্পষ্ট নয়। সরকার যেভাবে জাতীয় ঐক্যের কথা বলছে তাতে জাতিকে বিভক্ত করার কথাই বোঝায়।’