ইচ্ছাকৃতভাবে কেউ আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে : আইজিপি
দেশে জঙ্গি হামলা করা হবে এমন খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, আগাম জানিয়ে কোনো ঘটনা কেউ ঘটায় না।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন আইজিপি। এ সময় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা উপস্থিত ছিলেন।
ইচ্ছাকৃতভাবে কেউ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন আইজিপি। তবে নিরাপত্তা বাহিনী তাদের সব কৌশল অবলম্বন করে তা প্রতিহত করবে।
দেশে নিখোঁজ মানুষের তালিকা পুলিশ যাচাই-বাছাই করছে উল্লেখ করে এ কে এম শহীদুল হক বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র্যাব) একটি তালিকা প্রকাশ করেছে। পুলিশ যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। তবে এখনো পুলিশ কোনো তালিকা প্রকাশ করেনি।
চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আকতারের স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি মুছাকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে জানান পুলিশপ্রধান।
এ ছাড়া বাবুল আকতারের চাকরি আছে উল্লেখ করে শহীদুল হক বলেন, তিনি (বাবুল আকতার) অফিসে আসেন না। পুলিশের হেড কোয়ার্টারের সঙ্গে যোগাযোগও করেন না। তবে এভাবে অনুপস্থিত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
জঙ্গিদের মূলহোত ও তাদের বেশির ভাগই পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছেন শহীদুল হক।