আচরণবিধি মেনে চলার অঙ্গীকার দক্ষিণের মেয়র প্রার্থীদের
সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকা, নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ১৩টি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশির ভাগ মেয়র পদপ্রার্থী। সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা এ শপথ নেন।
ঢাকা দক্ষিণের ২০ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে ১২ জন এ অনুষ্ঠানে যোগ দেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের এ অনুষ্ঠানে ছিলেন না বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস বা তাঁর কোনো প্রতিনিধি।
সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের যাঁরা নগরপিতা হবেন কিংবা আমাদের বন্ধু হবেন আগামী পাঁচ বছর, তাঁদেরকে একটু যাচাই-বাছাই করে, একটু বাজিয়ে দেখে আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে সেই প্রস্তুতির অংশ হিসেবে এখানে এসেছি।’
সুজনের পক্ষ থেকে এই প্রার্থীদের নির্বাচনকালীন ও নির্বাচনে বিজয়ী হলে কী করবেন এমন ১৩টি অঙ্গীকারে স্বাক্ষর করেন উপস্থিত প্রার্থীরা। সুযোগ ছিল ভোটারদের মুখোমুখি প্রশ্ন করার।
মেয়র পদপ্রার্থীরা নিজেদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। অনেক প্রার্থীর অভিযোগ ছিল প্রধান দুই দল সমর্থিত প্রার্থীদের ছাড়া অন্যদের প্রচার-প্রচারণা গণমাধ্যম তুলে ধরছে না। ভোটারদের পক্ষ থেকেও এ সময় মেয়র পদপ্রার্থীদের কাছে নাগরিকদের দাবিগুলো তুলে ধরা হয়।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ জানান, ‘নির্বাচনটাকে আমরা উৎসবসুখর পরিবেশে গ্রহণ করব। এখানে হেভিওয়েট, মিডওয়েট, লাইটওয়েট বলে কিছু নেই।’
অনুষ্ঠানে ভোটাররাও শপথ করেন অর্থের বিনিময়ে কিংবা আবেগের বশবর্তী হয়ে দুর্নীতিবাজ বা অসৎ প্রার্থীকে তাঁরা ভোট দেবেন না।