ট্রলার ডুবে নয়জন মৃত্যুর ঘটনায় মামলা
নরসিংদীর জংলী শিবপুর এলাকায় ট্রলারডুবিতে পাঁচ শিশুসহ নয়জনের মৃত্যুর ঘটনায় রায়পুরা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার রাতে রায়পুরা উত্তর বাখননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গতকাল বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গণি শাহের মাজারে যাচ্ছিল। নৌকাটির ইঞ্জিন চালু করার সঙ্গে সঙ্গে নদীর ঘাটের কিনারায় একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নৌকার লোকজন নড়াচাড়া শুরু করলে নৌকাটি সেখানেই উল্টে ডুবে যায়। বেশ কিছু লোক সাঁতরে তীরে উঠতে পারলেও তাৎক্ষণিক চার শিশুসহ পাঁচজন মারা যান। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে একে একে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজারুল ইসলাম জানিয়েছেন, হতাহতের ঘটনায় সাবেক চেয়ারম্যান বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।