রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর পল্লবী থানার নাশকতার একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এদিন এ মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিচারক গ্রেপ্তারি পরোয়ানা-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন।
বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এনটিভি অনলাইনকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া অন্য গুরুত্বপূর্ণ আসামিরা হলেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। বাকিরা সাধারণ আসামি।
সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বলেন, আসামিরা এ মামলায় জামিন নেননি। এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে রাজধানীর পল্লবী থানা এলাকায় হরতাল-অবরোধ চলাকালে বিস্ফোরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত করে রিজভীদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সে অভিযোগপত্র সিএমএম আদালত গ্রহণ করলে বিচারের জন্য বদলি হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসে।