চট্টগ্রামে সাড়ে ৪ হাজার অবৈধ সিম উদ্ধার, গ্রেপ্তার ৮
চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার থেকে পাঁচটি মোবাইল অপারেটরের প্রায় সাড়ে চার হাজার অবৈধ সিম উদ্ধার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় আটজনকে আটক করা হয়।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন আজম ব্রাদার্সের মো. আজম ও সাদ্দাম হোসেন, সেলিম টেলিকমের মামুনুর রশিদ ও রুবেল ঘোষ, মোস্তফা টেলিকমের আবু বক্কর সিদ্দিকী, খান টেলিকমের এমরান হোসেন, এন এস এন্টারপ্রাইজের এস এম বাপ্পা, রোকন উদ্দিন।
পুলিশ কমিশনার জানান, রেয়াজউদ্দিন বাজারের সিডিএ মার্কেটের পাঁচটি দোকানে অভিযান চালিয়ে চার হাজার ৩২১টি সিম উদ্ধার করা হয়েছে। এসব সিমের মধ্যে টেলিটকের দুই হাজার ৩১টি, এয়ারটেলের ৭৯০টি, বাংলালিংকের ৬৮৮টি, গ্রামীণফোনের ৪৭১টি, রবির ৩৪১টি সিম রয়েছে। অভিযানের সময় দোকানের মালিক ও কর্মচারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে টেলিকম আইনে মামলা করা হয়েছে।
সিএমপির এ পুলিশ কর্মকর্তা আরো জানান, পুলিশ সদর দপ্তরের মাধ্যমে এসব সিমের তথ্য অপারেটরের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন অপরাধের কাজে এসব সিম ব্যবহার করতে ভুয়া নাম দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছে।
গতকাল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেয়াজউদ্দিন বাজারের সিডিএ মার্কেট থেকে পুলিশের অভিযানে এসব অবৈধ সিম উদ্ধার করে পুলিশ। এ সময় ৭৫ হাজার সিম উদ্ধারের কথা বলা হলেও একদিন পর সাড়ে চার হাজার সিম উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।