সিলেটে পুলিশের অভিযান, আটক ৩১
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২২ নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু বই ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল হক জানান, দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।