তাবিথের পক্ষে প্রচারে নেমেছেন খালেদা জিয়া
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার দুপুরের পর রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি। পথে পথে তিনি লিফলেট বিতরণ করছেন।
আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে খালেদা জিয়া প্রচারে নামেন। গুলশান ১-এর ডিসিসি মার্কেটের বিভিন্ন দোকানে ঢুকেও তাঁকে তাবিথের পক্ষে লিফলেট দিয়ে ভোট চাইতে দেখা যায়।
খালেদা জিয়া সেখানকার ব্যবসায়ী ও উপস্থিত অন্যদের সঙ্গে কথা বলেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তাবিথ আউয়ালকে ভোট দেওয়ার কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ অন্যরা খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন।
এর আগে গত ৯ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে সমর্থন দেয় বিএনপি। বিএনপির সিটি নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
আজ তাবিথের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পর প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেল খালেদা জিয়াকে। অবশ্য এর আগে গত ১৪ এপ্রিল, মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
গত ৫ জানুয়ারি ২০-দলীয় জোটের সমাবেশে অংশ নেওয়ার কথা থাকলেও কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় তা সম্ভব হয়নি। তিন মাস গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর গত ৫ এপ্রিল নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরে যান তিনি।