রাজশাহীতে দুই কলেজছাত্রকে পিটিয়ে আহত
রাজশাহীতে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর তালাইমারী নয়ন পেট্রল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্বাক্ষর হোসেন ও একাদশ শ্রেণির শিক্ষার্থী তারিক জামিল। তারা দুজনই নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে গিয়ে বহিরাগত কয়েকজন ছেলে স্বাক্ষরকে খুঁজতে থাকে। শিক্ষকরা বিষয়টি জানতে পেরে কলেজের ভেতর থেকে তাদের বের করে দেন। আজ স্বাক্ষর ও তারিক বাড়ি থেকে কলেজে আসার পথে নয়ন পেট্রল পাম্পের কাছে পাঁচ থেকে ছয়জন স্বাক্ষরকে ধরে মারধর করতে থাকে। এ সময় তারিক জামিল বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য রামেকে ভর্তি করা হয়।
আহত স্বাক্ষর হোসেনের মা নুরুন নাহার জানান, কাজলা এলাকার ছেলেরা তাঁর ছেলেকে মেরেছে। তবে কী কারণে তারা স্বাক্ষরকে মেরেছে তার কিছুই জানেন না।
অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুদ কবির বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। হামলার কারণ উদঘাটন করে এবং কারা মেরেছে তা জেনে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তিনি বিষয়টি শুনেছেন। কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।