শিক্ষার্থীদের জঙ্গিবাদের পথে নেওয়ায় কিছু শিক্ষক জড়িত : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের জঙ্গিবাদের পথে নেওয়ার ঘটনায় কিছু শিক্ষক জড়িত বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ শনিবার জঙ্গিবাদ রোধে কারিগরি শিক্ষকদের সঙ্গে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ অভিযোগ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী, তারা আমাদের সন্তান। তাদের দায়িত্ব আমাদের নিতে হবে। এমনকি এও দেখা যাচ্ছে, এদের রিক্রুট করার জন্য আমাদের শিক্ষকদেরও কাজে লাগানো হচ্ছে। যেসব বড় শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রকাশিত হয়েছে, প্রায় আড়াই বছর আগে সেখানে সমস্ত তথ্য লাইব্রেরি বই-পুস্তক সব ঘেঁটে এগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা মন্ত্রণালয় থেকে সরাসরি চিঠি দিয়েছি যে আপনারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। লাইব্রেরি থেকে এই ধরনের বইগুলো সরিয়ে ফেলবেন। এই ধরনের কার্যক্রম গ্রহণ করবেন। এই এই শিক্ষকের প্রতি নজর রাখবেন। এই সব প্রতিষ্ঠান কোন মুখে নতুন ছাত্রদের ভর্তি করতে যাবে।’
শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদের মতো ঘৃণ্য কাজে সম্পৃক্ত হতে না পারে, সে জন্য শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানান নুরুল ইসলাম নাহিদ। আর এ জন্য শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও জোর দেন শিক্ষামন্ত্রী।