মানবাধিকার রক্ষা করে বাসযোগ্য ঢাকার অঙ্গীকার আব্বাসের
নাগরিক ঐতিহ্য, গণতান্ত্রিক ও মানবাধিকার সংরক্ষণের মাধ্যমে আদর্শ ও বিশ্বায়ন উপযোগী, বাসযোগ্য ঢাকা গঠনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। তাঁর পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস আজ সোমবার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করেন।
ঘোষিত ১০ দফা ইশতেহারের মধ্যে ৯৮টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১০ দফা ইশতেহারের মধ্যে রয়েছে—নাগরিক সেবা, নাগরিক বিনোদন, যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা খাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা, সমাজসেবা, জননিরাপত্তা, নগর পরিকল্পনা ও প্রশাসন উন্নয়ন।
‘সরকার আব্বাসকে অধিকার থেকে বঞ্চিত করছে’
সুষ্ঠু নির্বাচন হলে মির্জা আব্বাস বিজয়ী হবেন—এ আশা প্রকাশ করে আফরোজা আব্বাস বলেন, ‘মির্জা আব্বাস এই এলাকার সন্তান। তাঁর প্রচার চালানোর অধিকার আছে। কিন্তু সরকার সেই অধিকার থেকে আব্বাসকে বঞ্চিত করছে।’
আফরোজা আব্বাস আরো বলেন, ‘আমি পাবনার মেয়ে, ঢাকার বউ হয়ে এসেছি। আমার সম্মান রাখার দায়িত্ব আপনাদের। আমাকে আপনারা নিরাপত্তা দিন, নিরাপদে রাখুন। আমি যেখানেই প্রচার চালাতে যাচ্ছি, সেখানেই আমাকে বাধা দেওয়া হচ্ছে। এটা আমার জন্য খুবই লজ্জাজনক। কারণ, আমি আপনাদের বউ।’
urgentPhoto
আফরোজা আব্বাস নির্বাচনের সময় সেনাবাহিনী ও নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের দাবিও জানান।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান নির্বাচনী কমিটির দক্ষিণের সমন্বয়ক আ স ম হান্নান শাহ, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্যসচিব শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
‘পায়ের নিচে মাটি না থাকায় খালেদার প্রচারণায় বাধা দিচ্ছে’
অনুষ্ঠানে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দেওয়ার নিন্দা জানিয়ে বলেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নেই। এ জন্য তারা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। বাধা দিয়ে লাভ হবে না। ২৮ এপ্রিল ভোট বিপ্লব হবে।’
হান্নান শাহ বলেন, ‘মির্জা আব্বাসের পক্ষে দক্ষিণ সিটিতে জোয়ার উঠেছে। তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সর্বত্র বাধা দেওয়া হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রীও ঘাবড়ে গেছেন, তাই তিনি খালেদা জিয়া সম্পর্কে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।’
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হান্নান শাহ বলেন, ‘আমাদের কাজ হবে ভোটকেন্দ্রগুলো পাহারা দেওয়া, যাতে করে ভোটচোররা চুরি করতে না পারে।’