তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারে খালেদা জিয়া
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয় দিনের মতো প্রচারে নেমেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে জনসংযোগ করবেন বলে জানা গেছে।
বিকেল ৫টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে বের হন। বহরে থাকা ১০টি গাড়িতে নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।
এর আগে গতকাল রোববার উত্তরার বিভিন্ন সেক্টরে তাবিথের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন খালেদা জিয়া। এ সময় কয়েক দফায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাঁধার মুখে পড়েন।
গত শুক্রবার গুলশানের বিভিন্ন এলাকা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন খালেদা জিয়া।
বর্ষবরণের দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের এক অনুষ্ঠানে এসে প্রথম বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের জন্য ভোট চান খালেদা জিয়া। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য তাবিথ আউয়ালকে এবং দক্ষিণ সিটি করপোরেশনের জন্য মির্জা আব্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তাঁর পাশে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।