অভিযোগ পেলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচার চালানোর সময় গতকাল খালেদা জিয়াকে বাধা দেওয়ার ঘটনায় অভিযোগ জানানো হলে এ বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (নিক)। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে এ কথা জানান কমিশনের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।
খালেদা জিয়ার প্রচার কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে কি না, তা জানতে চেয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর জবাবে নিক সচিব বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি তাঁরা। তবে অভিযোগ এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের তিন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সেনা মোতায়েন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সেনাবাহিনী বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে সবাই জানতে পারবেন। পুরো বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত কিছু না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারি না।’
কয়েকজন প্রার্থীর করা নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর দাবি প্রসঙ্গে সিরাজুল ইসলাম জানান, বাস্তবতার ভিত্তিতে বিষয়টি কমিশন পরে বিবেচনা করবে।
বিভিন্ন স্থানে আচরণবিধি ভঙ্গ করায় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সচিব।