পুলিশ সদরে উপস্থিত এসপি বাবুল আক্তার
এক মাসের বেশি পর পুলিশ সদর দপ্তরে উপস্থিত হয়েছিলেন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। আজ বুধবার দুপুর ১২টার পর পুলিশ সদর দপ্তরে তিনি প্রবেশ করেন।
তবে কী কারণে এসপি বাবুল সদর দপ্তরে গিয়েছিলেন তা জানা যায়নি।
এ ব্যাপারে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি/মিডিয়া) এ কে এম শহিদুর রহমান বলেন, ‘এসপি বাবুল আক্তার সদর দপ্তরে এসেছেন। তবে তিনি কাজে যোগদান করেছেন কি না সে বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না।’
ডিআইজি (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালার কার্যালয়ে এসপি বাবুলকে উপস্থিত হতে দেখা যায়। পরে দুপুর ২টার পর পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে বের হয়ে যেতে দেখা যায়।
স্ত্রী মিতু হত্যার ঘটনার পর গত ২৪ জুন রাতে এসপি বাবুলকে পুলিশ সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ১৫ ঘণ্টা পর তাঁকে ২৫ জুন সন্ধ্যায় বনশ্রীতে শ্বশুরের বাসায় পৌঁছে দেওয়া হয়।
গত ৫ জুন ভোরে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাবুল আক্তার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর থেকে বাবুল আক্তার ও তাঁর দুই সন্তান ঢাকায় মিতুর বাবার বাড়িতে অবস্থান করছেন।