পিডিবিকে কোম্পানি করার প্রতিবাদে বিক্ষোভ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যুৎ বিভাগের শ্রমিক-কর্মচারীরা। বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার এ কর্মসূচি পালিত হয়।
গত রোববার রাত ১২টার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানির আওতায় চলে যাবে বলে সরকার ঘোষণা দিয়েছে। এর প্রতিবাদেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের এ কর্মসূচির আহ্বান করেছে।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : সকালে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবন ১-এর সামনে শতাধিক শ্রমিক-কর্মচারী বিক্ষোভ মিছিল করেন। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ঘোড়াশাল শাখা আয়োজিত প্রতিবাদ মিছিলে সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নেন। এ সময় টানা তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে ভবনের পাশে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়। সিবিএ ঘোড়াশাল শাখার সভাপতি মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, ঘোড়াশাল আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার চংদার, সিবিএ নেতা মান্নান, আবদুল কাদের, মফিজ উদ্দিন, আবদুল বাতেন, কামাল হোসেন মাদবর।
কাকন রেজা, শেরপুর : জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সদস্যরা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান ফটকসহ অফিসের বিভিন্ন অংশে তালা লাগিয়ে দিয়ে সকালে বিক্ষোভ মিছিল করে। এ সময় সংগঠনটির স্থানীয় নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
মো. লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও : বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মচারী, কর্মকর্তারা এ কর্মবিরতি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিসের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর মাহফুজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর হক।