ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট
৪০১ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা ছাড়ে।
এর আগে প্রথম ফ্লাইটে থাকা হজযাত্রীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মো. আবদুল জলিল। এ ছাড়া সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর সৌদি আরবে হজ করতে যাবেন এক লাখ এক হাজার ৭৫৮ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সেই যাত্রীদের বহন করবে।
গতকাল বুধবার রাজধানীর আশকোনায় হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কিছু বিপথগামী ইসলামকে হেয়প্রতিপন্ন করছে। তারা শান্তির ধর্ম ইসলামকে নানাভাবে কলুষিত করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।