অর্থ আত্মসাৎ মামলায় অগ্রণী ব্যাংকের এমডির জামিন
অর্থ আত্মসাতের মামলায় অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে গতকাল বুধবার এ আদালতে জামিন শুনানি হলে বিচারক আজ জামিনের আদেশের জন্য দিন ধার্য করেন।
মামলার অন্য দুই আসামি হলেন অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক আখতারুল আলম, সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ। তাঁরা জামিনের আবেদন করেননি।
মিজানুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শুনানিতে অংশ নেন।
এর আগে মিজানুরসহ তিন আসামিকেই তিনদিনের দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ৩০ জুন বিকেলে তিনজনকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক মো. বেনজীর আহম্মদ। তাঁর বিরুদ্ধে ওই দিনই মতিঝিল থানায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করার জন্য একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রাহকের ১০৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করেন। তাঁরা পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন বা গ্রহণ করেন। এতে ব্যাংক তথা রাষ্ট্রের ক্ষতিসাধনসহ অর্থ আত্মসাৎ করা হয়েছে।