জঙ্গিবাদ দমনে কাজের কাজ হবে না : আনু মুহাম্মদ
জঙ্গিবাদ দমনে সরকার যে প্রক্রিয়ায় এগোচ্ছে তাতে কাজের কাজ কিছু হবে না বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদবিরোধী কনভেনশনে আনু মুহাম্মদ এ কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, যথার্থ শিক্ষা ও কাজ দিতে না পারার কারণে পুঁজিবাদী সমাজে তরুণরা বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। পাঠ্যসূচিতে ইতিহাস পাঠ ক্রমাগত সংকোচিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তিন ধরনের শিক্ষা ব্যবস্থা সমাজে ঐক্যের বদলে বিভেদ তৈরি করেছে।