নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চালকের সন্ধান মিলেছে
নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জুনায়েদ হোসেন আকিব ও তাঁর গাড়ির চালক মোস্তফার সন্ধান পাওয়া গেছে। তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তাঁরা।
আজ বৃহস্পতিবার আকিবকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এবং গাড়িচালক মোস্তফাকে চট্টগ্রাম নগরীর কুসুমবাগে পাওয়া যায়।
পুলিশ জানায়, দুজনকে খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছিল পুলিশ। রাতে মোবাইল ট্র্যাক করে তাদের অবস্থান শনাক্ত করার পর ভোরে আকিব রাজধানীর বসুন্ধরার এক আত্মীয়র বাসায় এবং তাঁর গাড়িচালক মোস্তফা চট্টগ্রাম নগরীর খুলসিতে আকিবদের বাসায় এসে উপস্থিত হয়।
গাড়িচালক মোস্তাফাকে জিজ্ঞাসাবাদ শেষে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, সোমবার বিকেলে নগরীর জিইসি মোড় এলাকায় আকিবের গাড়িকে একটি হাইস মাইক্রোবাস ধাক্কা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির হয়। পরে এমইএস কলেজের পাশে ক্ষতিপূরণের আশ্বাসে গাড়ি দাঁড় করালে আকিব ও মোস্তাফাকে আরেক মাইক্রোবাসে চোখ বেঁধে তুলে নেয় দুর্বৃত্তরা। আকবর শাহ এলাকার একটি বাসায় মোস্তাফাকে রাখা হয় বলে জানায় পুলিশকে। বুধবার রাতে আকিবকে নারায়ণগঞ্জে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে তার পরিবারের সঙ্গে কথা বলে বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মীয়ের বাসায় ওঠেন আকিব।
এর আগে গতকাল সন্ধ্যায় নগরীর ডায়াবেটিক হাসপাতালে পার্কিং এলাকায় আকিববের গাড়িটি পাওয়া যায়। তবে আকিবকে অপহরণ করে নিয়ে গিয়েছিল কি না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হওয়া যাবে।
গত সোমবার দুপুরে নিজের প্রাইভেটকারে বন্ধু রাব্বিকে নিয়ে বের হন আকিব। পৌনে ৩টার দিকে নগরীর ওয়াসা মোড়ে রাব্বিকে নামিয়ে দেওয়ার পর গাড়ি ও চালক মোস্তফাসহ নিখোঁজ হয়ে যান আকিব।