জাতীয় স্বার্থের প্রশ্নে খালেদা জিয়ার সঙ্গে অমিল নেই
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জাতীয় স্বার্থের প্রশ্নে খালেদা জিয়ার সঙ্গে তাঁর খুব বেশি অমিল নেই।
গতকাল বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর কাদের সিদ্দিকী এ কথা বলেন।
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বলেন, ‘জাতীয় ঐক্য প্রশ্নে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো উদ্যোগে শামিল হব না। আমি আগামীকাল (শুক্রবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সব কিছু জানাব।’
‘খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় আমি খুশি হয়েছি। মতের অমিল থাকলেও খুশি হয়েছি। জাতীয় প্রশ্নে, জাতির স্বার্থের প্রশ্নের তাঁর সঙ্গে আমার খুব একটা বেশি অমিল নেই।’
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি জামায়াতের সঙ্গে রাজনীতি করব না। বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে আমি মরতে চাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা তাঁকে ধ্বংস করার ষড়যন্ত্রে আমি জড়িত হব না; বরং জানতে পারলে তা প্রতিহত করব।’
‘একইভাবে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী বিএনপিপ্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা তাঁকে কোনো অপমান সহ্য করব না এবং তাঁর প্রতিকারের চেষ্টা করব।’
গতকাল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কৃষক-শ্রমিক-জনতা লীগের পক্ষে কাদের সিদ্দিকী ছাড়াও ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নাসরিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইকবাল সিদ্দিকী ও শফিকুল ইসলাম।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যের প্রশ্নে বৈঠক করেছেন। তাঁকে ও তাঁর দলকে সাধুবাদ। বৈঠকে জাতীয় ঐক্যের প্রশ্নে অনেক সফল আলোচনা হয়েছে।